আজো আসন পেতে বসে আছি       ঘরের কোণে
তুমি কি আমায় যাগা দেবে কি      তোমার সনে ।
আজো , মুক্ত দ্বার হয়তো তবু       নয়তো খোলা
ওরে ওর মতো-তো নইতো আমি     শিশু ভোলা।
তবু কি গো আমার  হয় তুলনা      ওর সাথে
ওর বাসস্থান মাউন্ট শিরে, আর      আমার খাতে ।
চক দিয়ে ওই গোল্লা-গন্ডি আমার    নেই পাশে
ওর মতো-তো নেই চাকর তবে      ভয় কিসে?
তবে আমি কি আর ভাবতে পারি     ওর মতো
পারিনা মাপতে আমার ওর মাঝে     ভার কতো ।
ভাবি আমি অতো শত, কি বা বুঝি    তার মানে
ছন্দ আমার গন্ধে ভাসে, তার খবর আর   কে বা জানে !
তবু আজো, আসন পেতে বসে আছি       ঘরের কোনে,
আজ তুমি কি আমায় যাগা দেবে কি      তোমার সনে ?