রৌদ্রতপ্ত পৃথিবী।
বরফগুলো গলতে গলতে
আজ সীমাহীন সমুদ্রে পরিণত।
আকাশের কোনে জমে রাখা
ঘন কালো মেঘ আজ
মেঘমুক্ত আকাশে পরিণত।
তবুও বৃষ্টি হচ্ছে মুষলধারায়।
পাথরগুলিও ক্ষয়ে ক্ষয়ে সমভূমিতে পরিণত।
ঘন কালো এক রাত প্রায় শেষে ,
তারপর এক নতুন ভোরের উদয়।
চারিদিকে কোন বাদ্যযন্ত্রের টুঁ শব্দ টুকু নেই,
নিঃশব্দ পৃথিবী তার দুরন্ত পনায়
আজ বাইশে পা রেখেছে।


সেই শুরু থেকেই---
আজ পর্যন্ত ,
পৃথিবীর গোড়ায় জল-মাটি দিয়েছে
বহুযুগ ধরে রক্তের চেনা সেই দুই ব্যক্তি।
আজ তারা ক্লান্ত ,
নিজের সমস্ত সামর্থ্য টুকু
আজ বিলীন করেছে পৃথিবীকেই।
তাই তো আজ পৃথিবীর যৌবন্যতা অর্জন ।


আজ বাঁধন হারা ,
কোনো কথা শোনার এখন সময় নয়।
সবে তো বাইশে পা!
চলতে চলতে হয়তো পথে
লাল ঝড়ের সৃষ্টি হতে পারে,
তবুও লক্ষ্য সামনের দিকে,
আরো আরো আরো অনেকটা পথ---
কাটিয়ে তুললেই এ জীবন সার্থক।