দিনের পর দিন
আমার নরকে স্থান হয়েছে ,
সেই ছোট্ট একটি ভুলের জন্যই ।
না না ও কথা ভাবছো কেন?
সবই তো আমারি ভুল !
সেদিনও স্বীকার করেছি
আজও মানছি , আমার ভুল।


আমি পারিনি , আমি পারিনি ---
আমার নিজস্বতার কাছে হার মানতে
কিংবা শেষ সম্বল টুকু ছুঁড়ে ফেলে
তোমার আঁচলে অস্তিত্ব খুঁজতে
কেমন করে করি বলো!
এ যে জন্ম জন্মান্তরের ,
ভূমিষ্ঠ টান প্রানের ।


তারপর বয়ে গেছে কত সাল ,
অপেক্ষায় দিন গুনতে গুনতে
আজ এক কালে ঠেকেছে এ জীবন ।
একা একা কেটেছে দীর্ঘ পঁয়ত্রিশটা বছর ,
সেই ছোট্ট একটি ভুলের জন্যই
তোমার স্থানে আজ দখল করেছে
রুগ্ন প্রানহীন এক লাঠি ।
ওই হয়তো এখন চিরদিনের
আমার ভবিষ্যতের সাথী ।



(চলবে .....আরো )