সেই ছোট্ট একটি ভুল ছিল আমার...!
যা আজ আমার কাছে ---
এক বিরাট বিপদের ফুল হয়ে ফুটেছে ।


তুমি যে চেয়েছিলে ,
পাড়ার আর চারটি বৌউয়ের মতো
দামি শাড়িটা কিংবা দামি জুতোটা পরতে।
কিংবা দু বেলা দু মুঠো ভালো ভালো খাবার
ছোট্টুর জন্য নয় ,
তোমার জন্য কিনে দি ।
কিন্তু.... ,
অভাবের টানাপোড়ায়
না তোমাকে, না ছোট্টুর জন্য
না নিজের জন্য আমার সামর্থ্যের বাইরে
দু মুঠো আলাদা করে সুখ দিতে পারিনি ।
আমি পারিনি !
তাই হয়তো আজ ....।


আমার ছোট্ট একটি ভুলই--
আজ একটা জীবনকে
শূন্যতায় পরিনত করেছে ।
সেই ছোট্ট একটি ভুলের জন্যই
আমার প্রিয় ছোট্টুকে আজ
আমি হারিয়েছি চিরদিনের জন্য ।
সেই ছোট্ট একটি ভুলের জন্যই
কয়েকটি স্বপ্ন হয়েছে আজ দুঃস্বপ্ন ,
এক নিষ্পাপ ভোরের অকালে হয়েছে সূর্য্যদয়।


(চলবে......আরো)