শ্যুট টাই হাতে ঘড়ি
পায়ে দিয়ে বুট ,
ওপার রাতের চাঁদ তারায়
দেবো আজ ছুট ।


মঙ্গলে  যেতে হবে
দেরি নয় আর
ঢাক-ঢোল বাজা তোরা
জলে দে সার ।


ক্ষ্যতি থেকে এনে দে
যা আছে তাতে ,
এক বছর লেগে যাবে
আমাদের যেতে ।


সঙ্গে দিয়ো বস্তা মুড়ি,
এক ক্যুইন্ট্যল চাল ,
ঠান্ডা হবে ! দিয়ো তবে
দুই খানা শাল ।


খিদে পেলে খাওয়া যাবে
চা, কফি রাস্তাতে ,
সাথে যদি চাট্ লাগে
মুড়ি আছে বস্তাতে ।


এই বুঝি এসে গেল
আমাদের যন্ত্রটি ,
জগ প্রসাদ বলে দাও
ভ্যানিসের মন্ত্রটি ।