ক্লান্ত শরীর , দুজন মিলে
নেতিয়ে নিল জংলী-বিলে ,
বলল, আঃ ! কি না আরাম
এবার না হয় নি না বিরাম ।


ঘুমোচ্ছিলো , নেপুর কোলে,
সকাল তখন , বলতে গেলে,
ঘুমের মধ্যে- থাকায় অঘোর
প্লুটো যে হয় স্বপ্নে বিভোর...।


যোগাযোগ-টা বিচ্ছিন্নে গেছে
হিসাবটাও  গুলিয়ে যাচ্ছে ,
পাশে পেয়েছি গ্যালিলিও কে
মাপবো, এবার- দূরত্ব কে ।


কি মুশকিল কেউ যে নেই-!
খালি নাকি ? পৃথিবীটাই !
কিন্তু হঠাত-, কাউকে দেখে
স্বপ্ন ঘোরে- 'ডাক নেপুকে' ।


নেপুর ডাকে-, প্লুটো জাগে,
দুহাত তুলেই হাইটা ভাঙে ,
বলতে থাকে; 'কি পরিশানে
ঘুমটা এল- আফ্রিকা সনে' ।


বলল নেপু ; এবার চ'লো !
'বেলাটা যে- অনেক হলো' !