গড়িয়ে সকাল, দুপুর বেলায়
মাথার উপর সূর্য্যির ভেলায়-
মাথার ঘাম পায়ের উপর ;
তবুও যে মারছে হাপর !


উঃ ! বাপ রে বাপ-
প্লুটো বলল; কি না তাপ
চলো চলো ভেপু'তে যাই
বেলাও তো আর যে নাই ।


তাই তারা ভেপুর মাঝে
উঠল আবার নতুন সাজে ,
আফ্রিকা থেকে এক নিমেষে
গেল তারা আমেরিকায় শেষে ।


দু-জনেই যে শিক্ষা পেলো
যেই খানেতেই পরীক্ষা হলো ,
শুধু মাত্র একটি প্রশ্ন
যা তারা শুনেনি কখনো ।


লজ্জাতে ওদের মাথা নিচু
তাই তো থাকে ধরার পিছু ।