পরের দিন ভোরের বেলা
যখন একটু বাড়লো বেলা
তখন দুজন ভেপুর মধ্যে
করলো প্রবেশ ক্রন্দে ক্রন্দে ।


প্লুটো নেপু দুজন এসেই
মান ইজ্জ্বত ধূলোতে মিশেই
গেল আবার ফেরার পথে ;
খুবই নিরাশ পৃথিবীতে ।


যেতে যেতে পথেই দেখল---
চেনা চেনা কিছু অচেনা গুলো !
বলল দুজন; 'ভালোবেসেই
এগুলোও আছে আমাদের দেশেই' ।


চলো তবে দেরি কিসে !
যাই না আবার ওই দেশে ,
খুঁজেনি ফের আছে যত
পাই যদি আমাদের মতো ।


ফের দুজন ফেরার পথে
নামলো আবার ভারতবর্ষে ।