সবার উচুঁতে যাগা'টি থাকায়
বিনা বরফের ফাঁকায় ফাঁকায়
নামলো দুজন  ধীরে ধীরে;
ভারতের ওই- 'জন্মু' তীরে ।


ভেপু থেকে নেমেই নীরব
দুজন মিলে মাখলো বরফ
বলল আঃ! আবার ফিরে
পেলাম আমার বিশ্বটিরে ।


এদিক ওদিক লাফালাফি
গায়েতে বরফ মাখামাখি
থামলো না আর সারাটাদিন;
চলতেই থাকলো এমনই সিন্ ।


ধীরে ধীরে যখন রাত্রি নামলো
দুজনার তখন কৃর্তি থামলো ,
ক্লান্ত দুজন অন্যের থেকে
ভেপুটাকে পাশেই রেখে-


বরফ গুলো বিছিয়ে দিয়েই
একটান ঘুমটা নিয়েই
বেরিয়ে পড়লো চলার পথে,
কয়েক ক্যুইন্ট্যল বরফের সাথে ।


চলতে চলতে কিছুটা পথ--
পথের মাঝে পথ অবরোধ
দেখেই তারা থামিয়ে পড়ে;
উত্তরের ওই পাহাড় পাড়ে ।


বরফ ঢাকা পথের দিকে---
অবাক হয়ে তাকিয়ে থাকে ।