খুশি মনে সবাই সবার
পিছে পিছে চলল এবার-- ,
মনের কোণে সুখের আবেগ
কত কিছুই না দেখতে পাবেক ।


সেই আশাতে, সবার প্রথম
ঋতম গেল ঠাকুর আশ্রম
যেইখানেতেই বিশ্ব রবি--
শিশু কালে পেয়েছে সবি !


"ঠাকুর বাড়ি জোড়াসাঁকর"
কতই ছিলো চাকর-বাকর ,
চাকর সাথে থাকতো চাকির !
দেখাশোনা করতে রবির ।


স্কুল কলেজ এই ঘরেতেই
'রাজার বাড়ি' ওর পরেতেই
খেলার মাঠ এই ঘরটা
পুকুর ঘাট, সঙ্গী বট'টা ।


ছিলো সাথে খেলার সাথি
জোনাকি আর চাঁদের বাতি,
জানালা রবির আজো খোলা
এই ঘরটাই 'ঠাকুর ভিলা' ।


ধীরে ধীরে জানলো সবি
মহান যিনি এই যে রবি-- ।