একে একে কলিকাতা
দেখে দেখেই ভরালো পাতা
ভরালো সবাই মিলে মিশে ,
ভাগ্যিস্ ঋতম ছিল পাশে !


কখনো ইডেনে কখনো গড়িয়া
কখনো কালিঘাট কখনো ভিক্টোরিয়া
কখনো কিছু নতুন শিখতে
সবাই আবার যায় যে দেখতে ।


আরো কতকি দেখলো সবাই
ঘুরে ফিরেও ওই দুভাই ,
হৃদয়-টাকে  পূর্ণ করেই
ফিরেতে রাজি প্লুটোর ঘরেই ।


মিলে মিশে গেছে দুজনে---
কখনো উত্তর কখনো দক্ষিনে
সোনা মাখা এই কলিকাতায় ,
ভরালো স'বি চোখের পাতায় ।


ঋতমকেই তো পাশে রেখেই
মন ভরালো দেখে দেখেই
এবার সময় ফেরার পালা
প্লুটো নেপু বলল চা'লা !


সঙ্গে এখন ঋতকে নেবে
তারপরেই তো ঘরকে যাবে !