নতুন যাগা সবার কাছে
ঋতম যদিও কাছেই আছে ,
আসেনি ঋতম আগে কোনোদিন
সবই যে তাই লাগছে নবীন !


খানিক বাদে বালা'র মাসি
মুখেই তাহার আলতো হাসি ,
সুর উঠিয়ে বলতে লাগে
এই নাও কিছু  খাবার আগে ।


খাবার দেখেই সবার মুখে
লালসার রস ঝরতে থাকে ,
গপগপিয়ে খেলো সবাই
বসলো শুধু ওই দুই-ভাই ।


তারা নাকি খায় না কভু
বেঁচে থাকে, না খেয়েই তবু ,
শক্তি তাদের এমনি আসে
সবি যে পায় ভালোই বেসে ।


ইচ্ছে যাগে , খাওয়ার জন্য
নাই বা তারা মানুষেই গণ্য
তবু তারা খাওয়ার জন্য
মুখে তোলে সুস্বাদু অন্ন ।


আঃ ! চরন তোমার পূজিবো খুবই ,
ধন্য হে তাই এই পৃথিবী---।