ভোরের বেলা ভোরের পাখি
    গাছের ডালে বসেই
কিচিরমিচির কি যেন সব
    বলছে মোদের হেসেই  ।


তারই মধ্যে অদ্ভুদ এক
   সুরের আওয়াজ ভেসেই--
উঠল বেজে কানের মাঝে
   হৃদয়ে গেল মিশেই ।


ফাগুন মাসে মেঘের ভেলা
   যাচ্ছিল সে ভেসেই ,
কেমন করে সুরের ধ্বণি
   হঠাত গেল পশেই !


বাজেনি তখন কোনোই বাদ্য
   ছিলাম আমি পাশেই ,
তখন ছিলো মত্ত কাকি
   গেঁহু , ধানের চাষেই ।


জানিনা তখন আমি বা কখন
   গেলাম নিজে ফেসেই
ভেসে ভেসেই গেলাম আমি
   সাত সুরেলার  দেশেই ।


যা এতদিন খুঁজেছি আমি
    পেলাম আমি শেষেই
এ সবই পাই যে আমার--
    "সোনার বাংলা" দেশেই  ।