আমি ডাক্তার !  ---বলল শিবুর কাছে ,
দেশ বিদেশের অনেক রকম আমার ডিগ্রি আছে ।
আমার হাতেই বাঁচা-মরা অনেক রোগীর তবু--
পয়সা বিনা কোনো গরীব বাঁচেনি যে কভু ।
তাই নিধি, ভাঙ্গেন বিধি গরীবদের-ই মাঝে !
দেখ্ শিবু , আমি-ই প্রভু আমি-ই সবার তাজে ।
তবে ভাই ধার-দেনায় আমি যে নেই কাছে ,
দেখতে পারিস আর কোথাও , যদি তোর জানা আছে !
বলল শিবু ; -ও কথা বলিস না রে আর ভাই
তুই ছাড়া আমার আর কোথাও নেই ঠাঁই ।
আমিতো দিচ্ছি কথা ,
যেমন করেই হোক না কেন  চুকিয়ে দেবো যথা ।
আমি যে নিরুপায় ,
তুই ছাড়া বল আমায় যাই বা আমি কোথায় ।


কিছুক্ষন পর নিধি ডাক্তার একটু নরম হলো
'আচ্ছা তবে ঠিক আছে' ! --শিবু পথিককে বলল ।
এই নে ওষুধ গুলো , মাত্র ত্রিশ টাকা !
একহপ্তা সময় দিলাম ,  থাকলো খাতায় লেখা ।
শিবু পথিক ,তার মাথাটাকে একটু এদিকে-ওদিকে নেড়ে
চলতে লাগল ঘরের পথেই পা দুখানা তেড়ে...... ।



(চলবে আরো)