মাথার কাছে ওষুধ ক'টা রেখেই
দুয়ারে পাতা আসনখানায় বসেই,
শিবু পথিক ভাবলো অনেকক্ষণ—
"এটাও- জীবনের এক অন্য রঙ" ।
আমি গরীব বলেই কি তাই !
বাপ মা-টাও গেল এমন করেই
আমার বেলায়ও কি ছাই !
দেখতে দেখতে কখন যে
ছেলে বেলার দিন গুলো কে হারালাম ,
কখন বা আমি দেড় কুড়িতে পা রাখলাম
মনেই নেই,
মনেই নেই সেই ---সেই দিন গুলির কথা ,
হেথাহোথা বসতো আড্ডা, যখন
বন্ধুদের সাথে , স্কুলের মাঠে কিংবা
বৃষ্টির দিনে বকুল গাছের নীচেই
হালকা বৃষ্টি ভেজার দিন গুলি –মনেই নেই ।
আজ হঠাত মনে পড়ে গেল
জীবন স্রোতের বাঁকে চলতে চলতে ।


হঠাত রুমির ডাক-
বাবা , বাজারে চল , জুতো কিনে দিবে যে -


তখন , নিরুত্তরে থাকা সেই শিবুর গাল বেয়ে
কয়েক ফোঁটা জল ছাড়া আর কিছুই বেরোয়নি ।



(চলবে আরো)