পরিবর্তনশীল এই দুনিয়ায় পার হয় যত কাল-
একদল গেলে একদল আসে , তবুও ওঠেনা কোনো সাবাল ।
দিন আনা আর দিন কেনা-, কে বা বোঝে ওদের কথা
ঠোঁটের নীচের চাপা হাসিতে আছে লুকানো হাজার ব্যথা ,
তবুও হাসে , কেউ থাকলেই পাশে, -হয়তো ব্যথা ভোলাতে ,
ওদের আড়ালেতে  দেখলে হয়তো- আছেই ওরা শত জ্বালাতে ।
বাঁচা আর না বাঁচা দুটোই সমান, আজ ওদের বাঁচার পাতায়
বুক ফুলানোর সময় এলেই তখন ফের পড়েই যায় আজব জাঁতায় ।
শিবুরটাও ঠিক এমন হলো , দোষী এখন তার পুরোটা সমাজ
বাঁচার তাগিদ হারায়নি এখনোও , হোক নাই যত নিষ্ঠুরঝাঁঝ ,
কিংবা থাকুক শান্তি কিংবা নিধি , কিংবা থাকুক যত অত্যাচারি
অত্যাচারির লালন ভার পার করবেই, আছেন যত শিবু বেচারি ।
জানে না ওরা ভালোবাসায় যায় পাওয়া , সবই চাওয়া-পাওয়া
বিনা দ্বিধায়, তোমার আমার হতেই পারে স্বর্গ লোকে এমনি যাওয়া ।
তবে ভালোতো বাসলেই পাবে! নাকি বসে বসেই তুলবে আছাড় ঢেউ,
যেমন কর্ম তেমন ফল - তখন তোমার পাশেই তোমায় বলবে হয়তো কেউ ।



( চলবে আরো )