যায় দিন দিনে দিনে , পার হয় দিন
ভাবে শিবু, মাঝ পথে হোক নাই ঋণ- !


শিবু পথিক , সাতটা দিন এমনই করল পার
চুক্তি ছিল , হপ্তা পরেই চুকবে সব ধার !
জানে শিবু, চুকাতে হবে নিধির ধারের বোঝা
শিবুর তবু রাস্তা আজ নেইতো কোনো সোজা ।
আজকে আর বাহানা নেই, খাবেই শিবু বকা
সেদিন মতোই আছে ভয় , নেই আর মকা !
জালতো এখন আছেই ফাঁদা, পড়তেই হবে জালে
এটাই এখন লেখা আছে , জানি শিবুর ভালে  ।
যা ছিল স্বপ্ন গেছে  কালকের রাতে-
খরচা সব হয়ে গেছে ছিল হবার যাতে ।
মেয়ের জন্য নতুন জুতো , শকুন্তলার শাড়ি
বাজার থেকে কম দামেই নিয়েছিল বাড়ি ,
সাথে আরো এনেছিল ডাল-আলু-চাল              
হয়তো শিবুর আজ, আর পার হবে কাল ।



( চলবে আর )