রিক্সা থেকে নামার আগেই- নীঝরকান্তির মন
শিবুর প্রতি দয়াল ভারেই  করে টনটন -- ।
বলেই ফেলে শেষমেশ , -পরতেই হবে তাজ ,
আমার জন্য করতেই হবে সামান্যতম কাজ  ।
তোমার মতো একজনকে খুঁজেছিলাম আমি
সত বলীয়ান নিষ্ঠুরহীন, দামের চেয়েও দামি ।
ধনবলে নাইবা হলে মনবলেই তো হবে -
তুমি ছাড়া জানা আমার নেইতো কেউ ভবে  ।
মতামতে শুনতেই চাই , না নয় হ্যঁ !
এবার বলো শিবু ভাই, তোমাতেই সবই যে !


ভাবলো শিবু, আচ্ছা ইনি ফরিস্তা বেশি নাকি !
আমার কাছে এসেই কেন করছে ডাকাডাকি  !
দ্বিতীয় দেখায় এমন টান , অবাক হল শিবু
তবে মাথা না ঘামিয়ে বলল ' হ্যঁ প্রভু-
কথা দিলাম করবো পূরণ তোমার সব আশা
আমারও তো এই ধরাতে , এমন কাজেই আসা '।
তবে শিবু জানিয়ে দিল নিজ কর্মের কথা
সকাল দুপুর মধ্যরাতে কি কি করে যথা ।
শুনেই নীঝর , বলে বন্ধু এবার তুমি আমার
দায়িত্ত্ব আমার ভরণ, পোষন কিংবা হোক খাবার !
কালকে তুমি আম্রছায়ায় দাঁড়িয়ে না থেকে
চলেই আসবে খালি হাতে গাঁয়ের পথেই বেঁকে
আজকে তুমি যাও ফিরে সোজা তোমার ঘরে
এই নাও , তিনটি টাকা , খেও পেট ভরে  ।



( চলবে আরো )