আমি সেখানে- আছি একা পথের মাঝে
যেখানে-, পাখিরা ফেরে সকাল সাঁঝে
শান্ত নীড়ে- গভীর ভিড়ে, যেখানে-
প্রতীক্ষাতে টুসু-টুসি-
পেলেই পাশে হয় যে খুশি,
আমি সেখানে-
বসেই থাকি একা একা- উদাস মনে ।


যেখানে, সূর্য ডোবে আলতো লাজে
সেইখানেতেই- ব্যস্ত থাকি নানান কাজে ।
যেইখানেতে আঁধার ঘনায় কচুরিপানায়
সেইখানেতেই- আমার প্রাণ কুটির বানায়...।


আমি যেখানে- সন্ধ্যে বেলায় ঝিঁ-ঝিঁর ডাকে
আমি সেখানে- খুঁজে বেড়াই আমার মা’-কে
শান্ত নীড়ে- গভীর ভিড়ে , যেখানে-
বুবু ডাকের হাঁকানিতে
হৃদয় থাকে সেই বাণীতে,
আমি সেখানে-
বসেই থাকি একা একা- উদাস মনে ।


যেখানেতে প্রদীপ নেভে তুলসি তলায়,
যেখানেতে- তুলসি মালা পরি গলায়-
সেইখানেতেই আমার হৃদয় থমকে দাঁড়ায়,
সেইখানেতেই- আমার মা আঁচল নাড়ায়...।


আমি সেখানে-
বসেই থাকি একা একা- উদাস মনে  ।।