যেখানেতে তোমার  
         -ওই পুষ্প কুসুমভোরে-
ফুটলে ফুল , মৌমাছিরা
               অচেনা সুর ধরে ,
সেইখানেতে- আমি আবার,
                 -যাইযে সরে সরে ।


যেখানেতে তোমার
          ওই নদীর চরাচরে-
চঞ্চলতার চলন গতি
            থামে ধীরে ধীরে,
সেইখানেতে- আমার হৃদয়
            যাইযে সরে সরে ।


যেখানেতে তোমার আমার
           -ওই হালকা খোলা দ্বারে-
অচেনা সুর বুলিয়ে যায়
             আমার বীণার তারে,
সেইখানেতে আমার হৃদয়
               -ওগো, আবার আসে ফিরে  ।


যেখানেতে তোমার পরশ
          -ওই আমায় আপন করে
হাতের আঙ্গুল রাতের কাছে
           আমায় জড়িয়ে ধরে ,
সেইখানেতে- আমার হৃদয়
           -ওগো, আবার আসে ফিরে  ।