সময় হল যাবার-
তুমি ফিরছো নাকি আবার !


যেইখানেতে- তোমার ছিল- সুরম্যতা-র ভীড়,
সেইখানেতে ভীড়ের মাঝেই ছিল একটি- নীড়,
নীড়ের মাঝে ছিল তোমার- স্বপ্নে আঁকা ছবি
ছবির থিমেই ছিলাম ঝিমে- যখন নেভে রবি !
নিভলো রবি চেয়ে চেয়ে সময় হল যাবার-
সন্ধ্যেবেলা আঁধার রাতে, তুমি- ফিরছো নাকি আবার !


আঁধার রাতে আমায় তুমি দেখতে কি আর পাবে !
কালোর সাথে মিশলে কালো খুঁজতে কি আর যাবে !


গোপন জ্বালা রইবে গোপন- আমার মনের দ্বারে
যেইখানেতে আমার দেখা স্বপ্ন গুলো হারে-,
যেইখানেতে- তোমার দেখা স্বপ্ন গুলো সাজি
সেইখানেতে আমার খেলা- থামাও মাঝামাঝি !
থামলো খেলা কাটলো বেলা- সময় হল যাবার
সন্ধ্যেবেলা আঁধার রাতে, তুমি- ফিরছো নাকি আবার !


দেখলে পরে হয়ত আবার ফসকে যাবে বুঝি-
তাইতো আমি দিনের আলোয় তোমায় শুধু খুঁজি !