মেঘলা দিনে- ঝিরঝিরঝির ঝরতো যখন বৃষ্টি -
ভুলবো কেমন তোমার -ওই অপলক সেই দৃষ্টি !


নদীর ধারে গোপালশালায় তেপান্তরের মাঠ,
সেইখানেতেই 'মিনা মালীর'- বসতো চাঁদির হাট ।
জানি আমি তুমি তখন কমলা নদীর বাটে
অপেক্ষাতেই থাকতে রত -যাবার জন্য হাটে  ।
কখন আমি আসবো হেথা কখন দেবো দেখা
জানি তখন থাকতে তুমি -একলাপনেই একা- ।
হাতের পাশে রাখতে ছাতা, না ভিজি আমি যাতে
'তুমি ভিজলে চলবে আমার , ক্ষতি নেই আর তাতে '!
ভিজলে মাথা মুছিয়ে দিতে তোমার মত করেই
আর, আমি যখন মুছতে যেতাম চলে যেতে দুরেই-!
বলতে তখন, ছিঃ ছিঃ ছিঃ ! পাপেই মরবো আমি
করবো সেবা শুধুই আমি, তুমি না আমার স্বামী !
সত্যি তখন হারিয়ে যেতাম তোমার ভালোবাসায়
এখন আমি -ওই বাসাতেই  থাকছি  নিরাশায় ।
'মেঘলা দিনে সত্যি আমি ছিলাম শত ঋণে'-
যেইখানেতে- সাজিয়েছিলাম স্বপ্ন শত' দিনে  ।


আজ, একা একা থাকলে তবু, নইকো আমি একা
আশায় আছি -একদিন ঠিক পাবো তোমার দেখা ।