হোক না তবু কালো মেঘ-,
         একটু উুঁকি দিলে ,
ভোরের বেলা ভোরের আলোয়
               রবির দেখা মেলে ।


ঠিক তখনি- গাছের কুঁড়ি-র
           ফুটতে নেই মানা !
এই দেখো-  সব উড়ছে হাওয়ায়-
                    নানান ধূলিকনা ।


      আরো ,      -উড়ছে পাখি আকাশে ওই
                           মেলেই দু-ডানা,
ডাকলো পাখি গাইল গানা-,
           নেইতো আমার কিছুই জানা-


              মনের মাঝে শূণ্য আজ,
      হ্যঁ গো-    তবু তুমি এলেনা !


পুকুর পাড়ে শিমুল তলায়
         নেইতো জরিমানা
তাইতো আজ দাঁড়িয়ে আছি
          নেইতো কারোর মানা...।
হ্যঁ গো-    তবু তুমি এলেনা !


নেইতো তুমি , তাইতো আমার
        সময় নেই থেমে,
মধ্য দুপুর গড়িয়ে গিয়ে
              সন্ধ্যে এল নেমে...।


তবু    সময় সেদিন ছিলো কি না !
              নেইতো আমার জানা,
তবু,      জানি শুধু   হ্যঁ গো সখী-
                       তুমি এলে না  ।।