আজ ভাবছি বসে বসে... !


তুমি    কবিতা নাকি গান ,
            নাকি শান্ত মরুদ্যান ।
             নাকি অ-লিখা... সুরেই বাজা-
             কোনো এক কোরান... ।
তবে      ভরেছে আমার প্রান-,
        তোমার শুনেই কলতান...
হারিয়ে গেলাম- অজানা সেই দেশে !
আজ, ভাবছি বসে বসে - ।


আমি     দিঘীর পাশে বসে
             শুনছি মনের তোষে  ।
               বুনছি আমি নিজেই নিজে
               যাচ্ছি নিজেই চোষে...।
তবে       নিজেই নিজের দোষে
        গেলাম হঠাত পশে ...
হারিয়ে গেলাম-, অজানা সেই দেশে !
আজ, ভাবছি বসে বসে -- ।


আমি     ভুল করেছি শোনে
              ভাবছি মনে মনে-,
                 কি বা জাদু আছে বল
                 তোমার কণ্ঠ গুণে  ।
তাই        তোমার মনের কোণে
        আবার -অকারনে...
হারিয়ে গেলাম অজানা সেই দেশে !
আজ ভাবছি বসে বসে -- ।