চাঁদের আলো বেরিয়ে এল
আঁধার আলো মুছেই গেল ।
     তবু হ্যাঁ গো-
        তোমার দেখা নাই ,
সত্যি তুমি কেমনে গো-
ভাবছি আমি বসেই গো ।
     বলছো আবার
         কারন কোনো নাই !
বল আমায় তোমায় ছেড়ে
        কোথায় আমি যাই ?


এই যে আকাশ আলোকিত
তোমায় ছাড়া বিকশিত ।
      আমার, পাকা ধানেই
           পড়ল আবার মই ।
জানে, তুমি আসবে বলে
আজকের এই চন্দ্রআলে-
      গুল্-স্থানে ফুটেছিল
            পদ্ম কিংবা জুঁই ।
বলো এমন অনুরাগে
          আমি কোথায় যাই ?


কালো মেঘ সরিয়ে দিয়ে
ঘন আলো জ্বালিয়ে নিয়ে
       ছিলাম-আমি
          তোমার পথে বসেই- ।
তোমার আলো না পেয়ে
তোমার সুরে না গেয়ে -
      কাটলো আবার,
          জীবন ভরা দোষেই  ।
তুমিই বলো ! তোমায় ছেড়ে
            কোথায় আমি যাই ?


নাইবা তুমি দিলে দেখা
থাকছি না হয় একা একা !
        তুমি তোমার,
          আমি আমার মত করেই ।
এমন করেই সরে সরে
যাচ্ছো যাও বহুদূরে !
        আমি দাঁড়িয়ে একা,
            বেদনার এই বালুচরেই  ।
বল তবে আমায় তুমি -
        কোথায় আমি যাই ?