হয়তো তুমি জানোনা তাই
বলতে আমি বাধ্য ,
আজকে কোনো কারন নাই-
নেইতো আর সাধ্য ।
‘অনেক হলো তোমার কথা’
বলবো আজকে আমার ,
আমার বুকে ভীষন ব্যথা
নয়তো আজ থামার  ।
ভুল বুঝলেই বুঝতে পারো
আজকে আমায় বারবার ,
দগ্ধ ছিলাম বারং-বারো
তোমার দেখেই কারবার !
প্রেম ছিল কি ছিল সেটা
মনসা-চাঁদের ভক্ত,
তার সমাধান যায়নি মেটা
আজও ভারি শক্ত !
মনের মাঝে ছিলে তুমি
রাজার রানি হয়ে
জানতো শুধু, দেখতো ভূমি
সাক্ষী গেছে রয়ে ।
রাজার-রানী হলে না তাই
বুকটা আজ খাঁ খাঁ ,
'বয়স আজকে হল আড়াই
নুনেই তবু মাখা' ।
করছো যদি আরই করো
মিথ্যা রসিকতাই
ভুল বুঝলে বুঝতে পারো
আমার করার নাই ।
অনেক হল তোমার কথা
“ হে আমার মাতে--”,
চাইছি ক্ষমা বলবো না আর
থাকবো না আর সাথে