বলবো কি আর আমার কথা
বুকেই যে আজ হাজার ব্যথা ।


ব্যথার ঝংকার বুকেই বাজে,
দম ফিরাতে আমি পারছি না যে !
তোমার এমন- দেখেই কারবার
সত্যি, আমার মাথা নোয়াবার-
উপায় ছাড়া কি আর আছে !
বাঁচি, শুধুই- আজ নিজের কাছে  ।


দোষটা, বুঝি হয়ত আমার -,
যেদিন তুমি বললে ‘গামার,
কিপটে- ,মাস গেল ! বছর
আরো কতবা,  করি নির্ভর ,
আরো কতটা- দেবে বা কবর !
শুনেই- আমি কাঁপি থরথর ।
আমি তখন হেসেই ছিলাম-
বলেছিলাম- আমি যে দিলাম
পৃথিবীর সেই অপার প্রেম
হয়তো তাতে নেই বা ফ্রেম ,
তবু আছে অগাধ শ্রমের
হাতেই গড়া ‘বেণু রামে’র
‘রামু মুটির , ছোট্ট কুটির’ ।
যেইখানেতে থাকবে তুমি
হে আমার অন্তর-যামী
সেইখানেতে- আমার সব তোমায় দেবো
কক্ষনো তুমি যেন- এমন আর না ভেবো !


হয়তো আমি পারিনি দিতে
লাল শাড়ি আর লাল ফিতে ,
ভরাতে পারিনি গন্ধ গীতে -
তোমার জীবনে ছড়িয়ে দিতে...।


আজ , নেই তুমি পাশে - -
ঘুরি ফিরি তাই নানান অবকাশে ।
আজ, বলবো কি আর আমার কথা
সত্যি আমার হাজার হাজার ব্যথা ।
ব্যথা ! লাগতো তোমার যখন
তখন করেছি আদরেতে-ই সব ভক্ষন ।
আদর দিয়েছি -, পাইনি আদর তোমার
তবু, ছিলে তুমি- আমার হয়ে আমার...।