বুকের মাঝে উঠছে যে আজ
           বিরহের সেই ঢেউ
    আমি যে এক সাথীহারা
         নেই যে আমার কেউ  ।


আমি     ভুল পথে সেই হাঁটছি আবার,
                    আবার তেমনি করে -
আমি     তোমায় ফিরে পাবার আশায়
                      স্বপ্নে ভাসি ভোরে   ।


আমি      জানিনা কোন দেশে
তুমি       আবার পরীর বেশে
     হারিয়ে গেলে , রেখেই গেলে-
           আমায়,  গেলে- একেলা করে ।
বলো         তোমায় ছেড়ে থাকবো
                        আমি কেমন করে ।
             আমি থাকবো কেমন করে  ।    


আজ  ভোরের বেলা ফুটেছে ফুল
           নিজের মতো করে ,
আজ  ফাগুনে সেই মধুর পারে        
           মৌমাছি সব, ওরে...
গুনগুনিয়ে গান শুনিয়ে মনের বনে ওড়ে......,


আজ      হারিয়ে গেলে শেষে,
আমি     জানিনা কোন দেশে
          পাগল করা নদীর সে ঘাট-
আজও         শূণ্যে আছে পড়ে ।
বলো         তোমায় ছেড়ে থাকবো
                        আমি কেমন করে  ।
             আমি থাকবো কেমন করে ...।