আজ    বেনি ফুলের মালা দিয়ে বাঁধবি যদি চুটি
       আয়রে তোরা যায়রে বেলা কর না ছুটো-ছুটি !
আজ    পৌষ মেলায়, -ওই গাঁয়েতে আমরা যাবো আয়
       দেখ-রে তোরা যাচ্ছে সারা , বাজচ্ছে নুপুর পায়   ।


আজ    এই সকালে- এই শহরে
        ঘাসেরা সব ফুলের তরে
             গান গেয়ে যায় হেসে খেলে
             হাওয়ার সাথে দুলে দুলে... ,
ও আজ    পৌষের এই- পূর্ণিমার ওই আলোয় যাবি আয়,
           দেখ-রে তোরা যাচ্ছে সারা , বাজচ্ছে নুপুর পায় ।


আজ     কি খেলি বল- খোলা হাওয়ায়, হেসেই লুটো-পুটি !
       -এই সাত সকালে বাঁধবি যদি আয়রে মাথায় ঝুঁটি...।
এই      পৌষি মেলা- আবার তোদের ফিরে পেতে চায়,
        দেখ-রে তোরা 'পাগোলিনী' বাউলি সে গান গায়  ।


আজ     ফের পেতে চায় নিজের তরে !
        নদীর পারে, তোদের ওরে...
              যেখানেতে নানান লোকের খেলা
              যাদের নেই যে কোনো চেলা... ,
ও আজ     আমার সাথে পায়ে পায়ে চলবি যদি আয়,            
             দেখ-রে তোরা যাচ্ছে সারা , বাজচ্ছে নুপুর পায়...।