আজ     মন হারিয়ে ফেল তোর হাসছে মনের জুটি  ,  
          দে দুলিয়ে দে-, আর খা-রে লুটো-পুটি ।
আজ         তোর সুরেতে গাইবে সে গান
               ধরার মাঝে উঠবে যে বান-
           আর হবেই না তো- মনের খুনসুটি ,
           আজ হবেই হবে  তোদের ফের ছুটি  ।


আজ     বাগানে সব ফুলের কলি- দেখ গেছে-রে ফুটি ,
            দে দুলিয়ে দে-, আর খা-রে লুটো-পুটি  ।
আজ         হাওয়ায় জাগা, জাগা-রে প্রাণ  
              ভাঙ্গুক না হয়- সব অভিমান  ,
         ফের তোদের তরে- বলবো না আর উঠি ,
           আজ হবেই হবে  তোদের ফের ছুটি  ।


আজ     বিকালেতে দেখিস তোরা মনের মিলন দুটি,
           দে দুলিয়ে দে-, আজ খা-রে লুটো-পুটি  ।
আজ          শুনবি-রে ফের, পাতিস কান
               এই পৌষেই ভরিস-রে প্রাণ ,
          তোর বুকের মাঝে আছে ক্ষত, দে-রে সব টুটি !
             আজ হবেই হবে  তোদের ফের ছুটি...।