আমি ঋণী
ওগো বিদেশিনী……॥
আমি ঋণী , আমি আজো ঋণী ,
যেন চিরদিনই.....,
হাজারো-ভিড়ের মাঝে তোমাকেই চিনি,
তোমাকেই চিনি , আমি জানি... ,
ওগো বিদেশিনী.... , আমি জানি ॥
তুমি অপরূপার পায়ের নুপুর ,
তুমি বাজো রিনিঝিনি..... , তাই...
তুমি কণ্টকরূপি পথের- নিত্য নৃত্যাঙ্গিনী
তাই...আমি জানি
আমি শত ঋণী ॥


আমি কলঙ্কীনি
ওগো বিদেশিনী....॥
আমি কলঙ্কীনি,
আমি জানি , তবু--
তুমি শতরুপা হয়ে- হয়েছো যে ঋণী....॥
তুমি তবু-  কতখানি
ঋণী… ওগো… আমি জানি,
আমি ঋণী.... , আমি আজো ঋণী.... ॥
তুমি রৌদ্র মাখা দুপুরের
তুমি শান্ত কালো মেঘ ,
তুমি শান্ত মলিনপথের অবুঝ বিহারিনী
তাই... আমি জানি
আমি শত ঋণী
আমি ঋণী ॥
তবু , হাজারো ভিড়ের মাঝে আমি তোমাকেই চিনি
আমি জানি...
ওগো আমি কতখানি ঋণী ।।