এ হৃদয় শূণ্য হলো তোমারি ছোঁয়ার- বিনা
আমি জানি-, তবে তুমি জানো কি না-!
     সেই আশাতেই পথ-চাওয়া,
     তোমারি ছায়াতে দিয়েছি ধাওয়া,
তুমি কালো-, তবে আমি কি করিবো ঘৃণা ,
এ হৃদয় শূণ্য হলো তোমার ছোঁয়ার- বিনা  ।


বাগানে আজ ফুটিল ফুল, মৌমাছিরা দিল হানা
আমি করিলে ক্ষতি বা কি? ‘কেন বা করিলে মানা’ ।
      জানিবারে চাহি কোন সে দোষে
      কিংবা কাহার অপরাধ পুষে-
আবার ডুবিলে পচা গাঙে , মাখিলে কচুরিপানা ,
বাগানে আজ ফুটিল ফুল, মৌমাছি দিল হানা  ।


(সংক্ষিপ্ত)