আমি      হারিয়া গিয়াছি আজ
            একটি পথের আশায়,
যে পথের   মোড়েই, ছিল সাজ
            স্বপ্ন ও ভালোবাসায়  ।


যে পথ-,   সব শিখাতো নীতি
            অন্যায়ের রুখে দাঁড়াতে,
যে পথ     সব ভাঙ্গতো ভীতি
            গুপ্ত মনের আড়া’তে  ।


যে পথে     সব মুণি, ঋষীগণ
              গাইতো অমৃত্ গীতি-
যে পথ,     আমার মানুষ-স্বজন
             মানিত আসল রীতি ।


সেই পথেই-  আমার হত গমন
              স্বপ্ন আশার ক্ষেতেই
সেই পথ,    ফের পাওয়ায় এমন
              আছি আঁচল পেতেই  ।


আমি     খুঁজিয়া ফিরি আজও-
            একটি পথের আশায়
যে পথ   চলতো, শুধুই-কালও
            সত্য ও ন্যায়ের দিশায়  ।