আজ    তোদের নাকি ধর্মের মূল
       সহিষ্ণুতায় ভরা !
আজ    তোদের নাকি জাতের কাছে
       বাঁধা সকল ধরা !
আজ    তোদের নাকি খেয়া’পারে -
       গড্, আল্লাহ, ভগবান,
আজ    হয়তো তোদের গঠনকর্তা- ,
       কিংবা এরা সব’জ্ঞান ।
আজ    তুই হয়তো- জাতিটাকে
      রাখলি শীর্ষস্থানে ,
তবে    ভাবলি কভু, তোর এখানে-
      জীবন কথার মানে !
তোর   জাতি, ধর্ম –হয়তো দুটোই
          আসলে- বড়  প্রাণ ,
তবে   রাখিস্ কভু তোর জীবনে
      জাতের আসল মান ?
তোর   জীবন দ্বারে হয়তো তোদের
       ফলছে দুটোর ফলন ,
কিন্তু-,   সত্যি করে বলছি রে ভাই
       গলদ তোদের চলন  ।
তোরা    মানুষ কথার অর্থ বুঝিস্  !
           কাকে, কেন বলে ,
তোরা  মানুষ হওয়ার যগ্যও নস্
         -এই যে দিলাম বলে  ।


তোরা   ভুলিস কেন ! রাখিস্ মনে-
         ভাঙ্গিস্ অভিমান ,
তোর    ধর্ম মানুষ, জাতও মানুষ ,
         “মানুষই আসল জ্ঞান”  ।
তোরা    জাত-পাত সব ভুলেই গিয়ে-,
         যা -রে বাহুডোরে,
তোরা    ধন্য হবি বিশ্ব মাঝে-
         '-ওদের' হলে পরে  ।
ওদের   জনম এক মরণও এক
       কেন ভাবিস্ মিছে !
তোদের   জাত-পাত কি, ভুললে পরে-
         কেউ কি সাজা দিছে !
তোদের   কক্ষনো না, পাবি-ই পাবি-
        সবার আগে স্থান ,
তবে-   জাতি-ধর্মের গোঁয়ামির ওই-
        ভাঙ্গলে অভিমান  ।    
ফের,   তবেই  তোদের জীবন দ্বারে
          হবে সূর্যদয় ,
ওদের-,   সঙ্গ নিতে তোদেরই বল্- !
           কবে -বোধদয় ?