আজ  যাই চলো বন্ধুরে
      সকালের রোদ্দুরে-  ।।    


এই,    সকালের রোদ্দুরে
        যাই চলো বহুদূরে- ।
যেখানে সীমাহিন,
                  ক্ষমাহীন,
          স্ব-প্নেরা শুধু ঘোরে   ।।


এই,     বাগানের ফুল গুলি
         করে আজ কোলাকুলি ।
যেখানে মৌমাছি,
              প্রজাপ্রতি
         মধু লাগি, শুধু ঘোরে   ।।


এই,       আকাশের সীমাহিন
            রোদ্দুরে, জামাহীন-  
নামহীন জায়গাতে,
     হাত রেখে এই হাতে
              যাই চলো বন্ধুরে  ।।


এই,       রিনিঝিনি নূপু’রে
           বাজে ওই, বন্ধুরে  ।
যেখানে দাদামনি-
           বাজায় রে হারমনি
            চেনা জানা ওই সুরে  !!


    আজ     যাই চলো বন্ধুরে !!
             সকালের  রোদ্দুরে ...।