সবাকার মাঝে, আজি এইটুকু চাওয়া
" সাথী "হয়ে চিরদিন দি যেন ধাওয়া ।
পথে পথে পাই, যেন তোমাদেরই সাথী
এই মন তবে ওহে- ভুলিবে হে জাতি ।
খুলিতে হাজারো দ্বার, তোমার ছায়ায় ,
মন শুধু বলে তাই, আয় সাথী আয়  ।।


আসো যদি, পথে পথে । নানা সব বাধা
তোমাদের ছায়াতেই ভাঙ্গিবে যে আধা ।
আর আধা ভাঙ্গিবে, -সেই মনোবলে
যেই মনোবল শুধু থাকে নানা ছলে  ।
সেই ছল আবারো তো থাকে, তোমাতেই,
পারি নাতো কিছুতেই , আমি জমাতেই ।
তাই চাই তোমাদের আমি দিবারাতি-
"সাথী সাথী" বলে আজ করি মাতামাতি  ।।