যে দেশ আজো-, পরাধীনের ঘরে
আজ, ধেয়ে চল্ সেই- দেশের তরে ।
       যারা দিয়ে গেল প্রাণ,
      তাদের রাখিস্ রে মান,
গাস্, অমৃত বাণী, ওই তাদের ওরে
আজ গেয়ে চল সেই দেশের তরে- ।


যার,ধূলো মাখা পথ আজ রক্তে মাখা,
সেই,তোদের জন্য তো আজ অস্ত্র রাখা !
        কেন বসেছিস্ বৃথা !  
       তুই ধেয়ে চল সেথা !
আজ ছড়িয়ে যা সব শাখা-প্রশাখা,
আজ তোদের জন্য আছে অস্ত্র রাখা ।


তোরা বসেছিস কেন আজ ঘরের কোণে
আজ আয় আয় আয় তোরা প্রতি জনে জনে ।
      “আজ দেয় ডাক ওরা”!
        যারা এখনও ‘কারা’,
তারা, ভুলে গেছে সব হায় অধীন ক্ষণে,
আজ তাদের জাগাবি আয় প্রতিটি জনে ।


যারা মরেও অমর আজ ওই দিনটাতে-
আজ তাদের জন্য আসা এই পৃথিবীতে ।
      বাড়াস্ আরো মনোবল,    
      আজ, আছে যত কৌশল-
তোরা হাতে হাত রাখ, আজ সব শিখেনিতে,
আজ তাদের জন্য আসা এই পৃথিবীতে ।



#২৫\০১\২০১৬#