আজকের ওই ভোরে-, আমি যাচ্ছি ফিরে ঘরে ,
মনটা যে তাই বেজায় খুশি, আনন্দে -ওই দোলে,
মায়ের আদর মোরে, আজ ডাক দিয়ে যায় ওরে-
খোকারে তুই আয়রে ফিরে, আয়রে আমার কোলে  ।
মন মেতেছে আজ, তাই সাজছি ফেরার সাজ
কেনাকাটা বেশ কিছুটা হয়েই গেছে আগে
বাকি যত কাজ, আমার থাকুক পড়ে আজ,
ফিরবো বলেই মন সেজেছে রাগেই অনুরাগে  ।
এইতো সেদিন খুব- আমার নানান বিদ্রুপ,
ঘরেই যাবো ঘরেই যাবো, থাকবো না আর দূরে
বন্ধু বলে চুপ, ‘তোর এমন বেয়াকুব’-!
আসার আগে জানলে পরে রেখেই দিতাম ঘরে ।
ছাড়লি পড়া তুই, ভালো লাগতো না কি বই !
পড়লে পরে হত কি আর এমন কষ্ট তোর
এইটুকুতে নই, কেউ- হয় না সর্বজয়ী,
আরো পড়া চাইরে ভাই, নয়তো বড়-জোর
থাকবি অফিস বয়ে, কিংবা, হাউসকিপিং হয়ে
এই শহরে পড়বি চাপা, বড়দেরই পায়ে ,
দেখবি তখন ভয়ে, আর- এই পরিচয়ে !
‘পার পাবি না ওদের কাছে শুনিস্ আমার ভায়ে’ ।
তবুও না শুনে, আমি থাকলাম এক কোণে-
যেটি দেশের রাজ্য রূপে- সবার কাছে জানা,
আমার এইখানে, মানে ‘হরিয়ানার’ মনে
দুইটি বছর কেটেই গেল- করেই খানা-পিনা  ।
কেমনে গেল তা-, আমি কিছুই জানি না
কারণ আমার মনটা ছিল শুধুই বাড়ির টানে,
কতই সমঝোতা, আরো কতই বন্ধ’তা
পেরিয়ে আমি বসেই ছিলাম এই দিনটার পানে  ।  
আজকের ওই ভোরে-, আমি যাচ্ছি ফিরে ঘরে ,
মনটা যে তাই বেজায় খুশি, আনন্দে -ওই দোলে,
মায়ের আদর মোরে, আজ ডাক দিয়ে যায় ওরে-
‘খোকারে তুই আয়রে ফিরে, আয়রে আমার কোলে’ ।