সকল বাঁধা দূরেই ঠেলে
        না জানি কোন তীরে
আমি   আবার এলাম ফিরে--।


সেই-  
    কবিদের কোন  কিসের খেলায়
   আজকে আমি আবার মেলায়
                  হাজির, ধীরে ধীরে...।
আজ আমার  
না জানি কোন কিসের সুর
     বেঁধেই দিল, -এই বহুদূর
                     নিয়েই এল ফিরে,
আজ আমার
সুর কি তবে লাগচ্ছে মধুর ?
দিচ্ছে কি সব সুখের আদুর
            হাজার মতির ভীড়ে   ?  
আমি      
     সাতটি সাগর পার করলাম
     তাইতো  আবার হার মানলাম
                 সকল ধরার তীরে ,
  
           আমি  আবার এলাম ফিরে ।।