দেখবো তোমায় দু-চোখ ভরে
এসেছি বন্ধু তাই তো তোমার ঘরে,
তোমার, -ওহে তোমার
         কিংবা বলো আমার
চাওয়া-পাওয়া, আজকের এই ভোরে,
এসেছি বন্ধু তাই তো তোমার ঘরে ।


ওরে মন মেতেছে- চাইতে তোরে
      সব সুখেতে, সব অঘোরে
                   আঁচল সুখ নেবার,
ওরে পাগল হাওয়া বইছে জোরে
       এই সকালে, ‘তোমায়’ -করে
                 চাইছে এ মন আবার ।


আবার তোমার- সুখের ঘরে
থাকবে বন্ধু তোমায় আপন করে,
তাই তোমার দুয়ার
           আর নয়কো খোয়ার
আসছি যে তাই তোমার চরাচরে,
থাকবে বন্ধু তোমায় আপন করে  ।