এই কি তবে চাও! মা গো- এই কি তবে চাও ?
তোমার-ই ছেলে, দিন দাহাড়ে রসাতলেই যাক্ !
এই কি তবে চাও! মা গো- এই কি তবে চাও ?
যাওয়ার পথে হোঁচট খেলে ভয়টি তখন পাক্ !
এই কি তবে চাও! মা গো- এই কি তবে চাও ?
তোমারই ছেলে ভয়টি পাক্ সামনে দেখেই আগ্ !
                  এই কি তবে চাও?
তবে কেন? আশিষ এমন তোমার ছেলেরে দাও
তবে কেন? ঘাড়টি মুড়ে ছেলেরে তুমি- থাক্ !


দেবে যদি দাও মা গো- “বিদ্রোহেরি বীণ”
যাতে সে কাঁপাতে পারে আ-জন্মেরই জিন্  ।
যাতে সে কাঁপাতে পারে ভূ-কম্পের ন্যায়
সকল ধরা, এমন কি সে বারুদ রূপ নেয় ।
যেন তাকে দেখলে পরে অত্যাচারির দল
ভীষন ভাবে সবারই মাঝে প্যাণ্টে করে মল !
আরো যেন এমন কিছু দেবে তুমি মা গো-
যাতে তোমার ছেলের দ্বারাই অন্যায় ভাগো ভাগো ।
আরো যখন অন্যায়েরা- দেখবে সন্তানেরে
দেখবে তখন তুমি মা গো- কেমন করে ফেরে
তোমার ওই লুকিয়ে রাখা, রাখা দুধে-ভাতে
ওই সন্তানই তোমার এনে দেবে ‘স্বাধীন’ বাড়া পাতে ।
তাই তো বলি বীরের মতো হবে তখন মাপা !
চাপা দিয়ে রেখ না তাই- হতে দাও চাঁপা  ।