হাসিরা আজ ভাঙিছে বাঁধ,
বাড়ায়ে দিয়াছি কোমল হাত,
      কান্নারাও আজ হাসিছে ,
যেতে চাই, তাই আজ সাথ সাথ,
বাঁধ ফাটনের শব্দেরা পাত,
       উৎপাত হয়ে ফাটিছে !


আজ  আকাশের কোণে জমা যত রঙ
     ঝাড়ায়ে দিয়াছে, শত শত জঙং,
           কেউ কি খবর রাখিছে !
আজ   বাঁধ ফাটনের শব্দেরা পাত,
           উৎপাত হয়ে ফাটিছে !


বয়ে গেছে কত নোনতার জল,
নদী বুকে তাই- করে কোলাহল
         মাঝিও আজ হাঁকিছে ,
যেতে চাই, তাই হক’টি সচল,
জমে থাকা সব নষ্ট, অচল,
        কষ্টও- সব হাটিছে,
আজ   বাঁধ ফাটনের শব্দেরা পাত,
        উৎপাত হয়ে ফাটিছে !


আজ   দলে দলে তাই করি আহ্বান,
      তুমিও ভাই হও- আগুয়ান !
            রহস্যের ভেদ কাটিছে,
আজ   বাঁধ ফাটনের শব্দেরা পাত,
           উৎপাত হয়ে ফাটিছে !