হয়তো কাহার দৃষ্টি কোণে
     বাহু দু’খান বাড়িয়ে-,
  শান্ত সে জন, ভ্রান্ত মনে
     পথের মাঝে দাঁড়িয়ে ।


সে, কি যেন এক অন্য নেশায়
যায় -,
    সে যায় যে সব ছাড়িয়ে  ।
আজ ভ্রান্ত মনে, শান্ত যে জন
      -পথের মাঝে দাঁড়িয়ে  ।


    ঠিক যেন এক ভ্রান্ত পথিক,
       কাউকে পাবার আশায়-
তাহার- নিরাশ চোখের চোখের পাতা
       নিবছে ভালোবাসায় ।


যেন বিম্ব এঁকে যাযাবরের
চিত্রপটে-
     সে যায় যে-, সব ছাড়িয়ে  ।
আজ শান্ত যে জন, ভ্রান্ত মনে
     -পথের মাঝে দাঁড়িয়ে ।


আজ সূর্য গেল নিজের ঘাটে-,
জোয়ারও তো গেল ভাটে,
    ভ্রান্ত তবু ভাসে চোখের জলে
        ...ও ভাসে চোখের জলে ।
যে সারাটিদিনই বসতো পাশে
  সেই কিনা আজ পরিহাসে ,
সেই কিনা আজ- সাঁঝের আশায়
    তাকেই গেল মাঁড়িয়ে  ।
হায় ,তবু সে আজ-, পথের মাঝে দাঁড়িয়ে  ।