ও ভাই-
আজকের দিন খুবই রঙিন-,
নাচি গাই তাই- তাক ধিনা ধিন ||


আমার
রঙেতে মেখেছে খোলা এ আকাশ,
বন্ধুরও মন- নয় যে উদাস্,
      আজকে, খুশির মার্জিন,
আজ নব নব ওই ফুলের সুবাস
ঢেকেছে মেখেছে আমারই দু-পাশ,
      তাইতো- ভুলেছি প্রাচীন  ।
ও আজ সকলের ঢং- সকালের রঙ
       লাগছে খুবই রঙিন ।
ও আজ-কের দিন খুবই রঙিন-,
নাচি গাই তাই- তাক ধিনা ধিন ||


আমার
নতুন দিনের নুতন মনের
মধু জমা যত যুগ্ম-বনের
       ঝরাপাতা সব মলিন,
ও আজ আমারো তোমারো প্রতিটি ক্ষনের
      সেজে গুজে থাকা প্রতিটি পণের    
        মনেতে জমেছে পলিন ।
আজ খুশির ছলে- তোমায় বলে
        বাজাই খুশির  বীণ ।
ও আজ-কের দিন খুবই রঙিন-,
নাচি গাই তাই- তাক ধিনা ধিন ||