( গীতিকবিতা)


আজ বাকি-, সব বাকি,
তবু ডাকি-, প্রিয় ডাকি
   তুমি শোনো আমার সুর... ।
ও আমার- রবি ঠাকুর... ,
ও আমার- রবি ঠাকুর... ।।


যেন আমি,  -দূরগামী
হয়ে আজও- ফের থামি,
  যখন আ'সে- পথের ঘুর ..... ।
সে আমার- রবি ঠাকুর
সে আমার- রবি ঠাকুর  ।।


আজ ঢাকি, দিয়ে ফাঁকি
দিয়ে থাকি-, কাছে রাখি
   সেই রঙিন দিশার নুর.....।
সে আমার- রবি ঠাকুর... ,
সে আমার- রবি ঠাকুর......।।


তাই মনে-, এই মনে
সুরে সুরে গানে গানে
    থাকি সা-রাটা দুপুর...।
ও আমার রবি ঠাকুর...,
সে আমার রবি ঠাকুর ...।।