(গীতিকবিতা)


আজ হাওয়ারা ঝরালো ফুল
আমার ভাঙালো হাজারো ভুল,
তবু ভাঙলো না হায়-
        দিল আঙিনায়
     তোমাকে পাওয়ার আকুল ।
আমি ব্যাকুল আমি ব্যাকুল, শত ব্যাকুল,
      ফের, জমলো মনেতে ঝুল !


আজ, মনেরি ঘরেতে তোমায়
আমি রেখেছি বেঁধেছি কমায় ,
তবু কেমন করে,
      গেলে গো ওরে-
        হঠাত ছাপিয়ে দুকুল !
তবু ভাঙলো না হায়,
              দিল আঙিনায়
         তোমাকে পাওয়ার আকুল  ।
আমি ব্যাকুল আমি ব্যাকুল, শত ব্যাকুল,
       ফের, তোমাকে পাওয়ার হাওয়ারা আজ
                 ঝরায়ে দিল বকুল ।
আজ তোমাকে পাওয়ার আকুল-
     আজ বাড়ালো হাজারো ব্যাকুল ।।


আজ আসো, তুমি আসো, আমারি কাছেতে আসো
তুমি বাসো, ভালোবাসো, আমারে- ভালোবাসো ||