(গীতিকবিতা)


এই প্রভাতে- কেন হে কেন
       তোমরা আলো জ্বালো
চেয়ে দেখ –ওই পুবের কোণে
        রবির আলো এলো ||
তাই জীবনের সব জমানো কালো
     রবির আলোয় গেল রে গেল,
              তোমরা ফের জ্বালো !
আলো, এই প্রভাতে- কেন হে কেন
         তোমরা আবার জ্বালো ||


এই প্রভাতে- রবির আলো
       যখন আমারে ছুঁলো
মলিন যত আমার সব
       নিমেষেই ধুয়ে গেল ||
ভালো, তাই লাগছে সবই ভালো
পারো যত রবির কিরণই ঢালো,
               মুছিয়ে দাও কালো !
আলো, এই প্রভাতে- কেন হে কেন
         তোমরা আবার জ্বালো ||