(বিরহ গীতিকবিতা)


রাগটি করেই আমার উপর
করলে আমায়-, আবারো পর
               ঢেউর তালে তালে  ।
তবুও তোমায় করি নির্ভর,
যদি বা তখন- আসে অঘোর
                 দুখুর পোড়া ভালে  ।
তবুও তোমায় করি নির্ভর,
            জীবন তরীর পালে   ।।


চলতে চলতে-, যখন আমার
         জীবন হবে স্তব্ধ
তখনও তুমি-, চুপ করো না,
          করো না আমায় জব্দ ।
তখন তুমি না হয় করো,
            প্রেমের নানান শব্দ !


পুড়ুক, উড়ুক-, জীবন ছাই
যা আছে, আজ থাকুক তাই-,
           দুখুর পোড়া ভালে ।
তবুও আমার দুঃখ যে নাই,
তাই বলে যাই-, জুটুক ছাই
          জীবন তরীর পালে ,
       -ও হে দুখুর পোড়া ভালে !


না ফুটে ফুল ! পড়ুক ঝরে
       রবির কিরণ ভোরে,
যেমন করে-, করছো এখন,
       আমার মনের ঘরে  ।।
   -ও হে দুখুর পোড়া ভালে !