শান্ত বেলায় নানান খেলায় নীরব যখন সবই
তখন ওগো হৃদয় আমার আঁকে তোমার ছবি ।
পাশেই রাখে- দীপ্ত প্রদীপ, যাহার শিখা জ্বলজ্বল,
কালির দোয়াত আর এক পাশে, পাতায় তাহার ছলছল ।
চোখে যে তার আর এক মন, অঙ্কনে যাহা স্পষ্ট-,
মনেই হয়- রঙটি দিলেই দূর হবে সব কষ্ট  ।
কিন্তু, কখন হৃদয় আমার আবার জেগে উঠে
এক নিমেষেই- ছুটটি দেয় সকল বাঁধন টুটে ।
কে বা জানে, কি যে চায় ছোট্ট এই কবির
অন্তরটা বড়ই ইতর, টান রাখে না ছবির !
তাইতো হঠাত নীরবে নয়, বলেই ফেলি শেষে
"আজকে আমি চাই সারাক্ষণ", আমার হৃদয় দেশে ।
ছবিতে নয়, আজকে আমি সামনে তোমায় চাই,
শেষেই আজ -এই কথাটাই, সবারে বলে যাই-
শান্ত বেলায় নানান খেলায় নীরব যখন সবই ,
তখন ওগো, হৃদয় আমার আঁকবে না আর ছবি ।।