(গীতিকবিতা)


আজ আকাশ বাতাস ফুল ফোটালো, মনের বাগান জুড়ে,
ওরে তাই- রবির সাজে গানটি বাজে, রবির সুরে সুরে ||
যে সুর, আজ যায় বহুদূর,   নিয়ে আমারে হয় ঘুর ঘুর |


  যেথায় দোলে- দোলনা যে আর চলে নানান খেলা,
  সেথায় আজ চল যাই চল-, কাটাই সারা বেলা |
  সেথায় আজ চল যাই চল-, যেথায় প্রজাপতি,
     বাগান জুড়ে- মধুর সুরে কাটায়, ঘুরে ঘুরে |
ওরে-, রবির সাজেই গানটি বাজে, রবির সুরে সুরে ||


আজ মালিরা তাই-, স্থান পেয়েছে ওদের অচিনপুরে,
তাই ফুলের শত সুবাস দুপাশ আমার মনের ঘরে ||
সেই সুবাসই, আমায় হাসায়, দিন দাহাড়ে আমায় ফাসায় |
  
  সেথায় আছে মৌমাছি, আর -প্রজাপতির চেলা,
  যেথায় আমার রবির সুর-, করে নানান খেলা |
  সেথায় আজ চল যাই চল-, যেথায় ফুলের মালা
      গুঁথেই রেখে তারেই ডেকে যাবো না আর দূরে |
ওরে ওরে রবির সাজেই গানটি বাজে, রবির সুরে সুরে ||